শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Alhaz Rongu Khan Memorial Mohila Alim Madrasah

আলহাজ্ব রঙ্গুখাঁন মেমোরিয়াল মহিলা আলিম মাদ্রাসা

الحخ رنغخان ممريال محيل عليم مدرسة

স্থাপিতঃ ১৯৯৬ খ্রি.
আলহাজ্ব রঙ্গুখাঁন মেমোরিয়াল মহিলা আলিম মাদ্রাসা সম্পর্কে

৩০ বছরের ঐতিহ্যবাহি  আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসা আদর্শনিষ্ঠ ছাত্র-ছাত্রী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবাম্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন মাদরাসা টি কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ ছাত্র-ছাত্রী। এসব ছাত্র-ছাত্রী কমজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সবোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।

 

তথ্যই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বতমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাত তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসার ডাইনামিক ওয়েব সাইট।

 

এই ওয়েব সাইট ভিজিট করে আপনি মাদরাসার সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে মাদরাসার সকল কাযক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক, সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের কমকতা/কমর্চারিগণকে আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসার ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

 

মোঃ আঃ মান্নান 

অধ্যক্ষ, আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসা